লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। তবে শহরের বিভিন্ন্ অলী গলিতে গতকালের থেকে বেশি পরিমাণ মানুষ ও মটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।
শহরে যথারীতি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও প্রশাসনের কর্মকর্তাদের টহল জোরদার ছিল। ঘর থেকে বের হলেই বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হচ্ছেন মানুষ। উযুক্ত কারন না দেখাতে পারলে তাদেরকে ঘরের ফিরিয়ে দিচ্ছে প্রশাসন।
এদিকে জেলার সিভিল সার্জন অফিসের তথ্যমতে. কত ২৪ ঘণ্টায় জেলায় কভিড ডেডিকেটেই হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও করোনার উপসর্গ নিয়ে আরো তিন জনের সহ মোট আট জনের মৃত্যু হয়েছে।নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১২০ জন, হার ৫০.৭৫ শতাংশ। হাসপাতালটিতে ভর্তি আছেন ৩২১ জন।
অদ্যবদি কভিড আক্রান্ত হয়েছেন ১৬ হাজার সাতশত ৫৮ জন।, হার ২৪.৬৭ ভাগ। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩৯ জনের, হার ২০.০৮ ভাগ। মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭ জন।