ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ার উপকূলে ছোট আকারের সুনামি আঘাত হেনেছে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পরও গাজায় নতুন করে বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন করেছে ইসরায়েল সরকার ফিলিপাইনের শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, সুনামির আশঙ্কা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ১০ অক্টোবর শাপলা না দিলে বাদ দিতে হবে ধানের শীষও: পাটওয়ারী জুলাই সনদ স্বাক্ষরের তারিখ ঘোষণা, নেতৃত্বে প্রধান উপদেষ্টা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল হোসেন

কমেডি শো ‘মীরাক্কেল’ দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন জামিল হোসেন। পরে তাঁকে নিয়মিত দেখা যায় বিভিন্ন টিভি নাটকে। হঠাৎই জানা গেল তাঁর অসুস্থতার খবর। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন এই কমেডিয়ান, অভিনেতা। শুক্রবার রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জামিলের অসুস্থতার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

ঊর্মিলা ফেসবুকে লিখেছেন, ‘খুব খারাপ একটি খবর দিয়ে সকাল শুরু হলো…আমাদের সবার প্রিয় অভিনেতা জামিল হোসেন ভাই (মীরাক্কেল) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এই মুহূর্তে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আছেন। সবাই দোয়া করবেন।’

এরপর দুপুরের দিকে ঊর্মিলা ফেসবুকে আরেকটি পোস্ট করে জামিলের শারীরিক অবস্থা জানান, ‘সবার কল রিসিভ করতে পারছি না, দুঃখিত। জামিল ভাই আগের থেকে কিছুটা ভালো আছেন। হার্ট অ্যাটাক হয়েছে ডক্টর কনফার্ম করেছেন। চিকিৎসা চালু আছে। সবাই দোয়া করবেন।’

এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছেন জামিল। ঊর্মিলা তাঁর পোস্টে সেই ভিডিও শেয়ার করেন। পাঁচ সেকেন্ডের সেই ভিডিও বার্তায় জামিল বলেন, ‘ভালো আছি। সবাই দোয়া করবেন।’

জানা গেছে, তিন দিন ধরে বাসাতেই অসুস্থ ছিলেন জামিল। গতকাল রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর সকালে ভর্তি করা হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে।

২০১২ সালে কলকাতার চ্যানেল জি-বাংলায় প্রচারিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’–এ অংশগ্রহণ করেছিলেন জামিল। এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি।

Tag :
জনপ্রিয়

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ার উপকূলে ছোট আকারের সুনামি আঘাত হেনেছে

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল হোসেন

Update Time : ০২:০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২

কমেডি শো ‘মীরাক্কেল’ দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন জামিল হোসেন। পরে তাঁকে নিয়মিত দেখা যায় বিভিন্ন টিভি নাটকে। হঠাৎই জানা গেল তাঁর অসুস্থতার খবর। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন এই কমেডিয়ান, অভিনেতা। শুক্রবার রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জামিলের অসুস্থতার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

ঊর্মিলা ফেসবুকে লিখেছেন, ‘খুব খারাপ একটি খবর দিয়ে সকাল শুরু হলো…আমাদের সবার প্রিয় অভিনেতা জামিল হোসেন ভাই (মীরাক্কেল) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এই মুহূর্তে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আছেন। সবাই দোয়া করবেন।’

এরপর দুপুরের দিকে ঊর্মিলা ফেসবুকে আরেকটি পোস্ট করে জামিলের শারীরিক অবস্থা জানান, ‘সবার কল রিসিভ করতে পারছি না, দুঃখিত। জামিল ভাই আগের থেকে কিছুটা ভালো আছেন। হার্ট অ্যাটাক হয়েছে ডক্টর কনফার্ম করেছেন। চিকিৎসা চালু আছে। সবাই দোয়া করবেন।’

এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছেন জামিল। ঊর্মিলা তাঁর পোস্টে সেই ভিডিও শেয়ার করেন। পাঁচ সেকেন্ডের সেই ভিডিও বার্তায় জামিল বলেন, ‘ভালো আছি। সবাই দোয়া করবেন।’

জানা গেছে, তিন দিন ধরে বাসাতেই অসুস্থ ছিলেন জামিল। গতকাল রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর সকালে ভর্তি করা হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে।

২০১২ সালে কলকাতার চ্যানেল জি-বাংলায় প্রচারিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’–এ অংশগ্রহণ করেছিলেন জামিল। এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি।